Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যার ১৭ বছর পর স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৩

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় গৃহবধূ রীনা বেগমকে হত্যার দায়ে তার স্বামী আক্তার হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলা থেকে পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেন ফতুল্লার কানাইনগর এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

খালাসপ্রাপ্ত পাঁচজন হলেন- আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন, সাজেদা বেগম, রমজান ওরফে নিবারন ও মনোয়ারা বেগম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফজলুর রহমান জানান, ভালবেসে বিয়ে করেন রীনা বেগম ও আক্তার হোসেন। আক্তারের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর থেকে ফতুল্লার কানাইনগর এলাকায় বসবাস করে আসছিলেন তারা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর রীনা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শ্বশুরবাড়ির লোকদের জানান আক্তার। পরে স্বজনরা আক্তারের বাড়ির সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর