Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা চাঁদ আরও তিনদিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৪:২৯

রাজশাহী: সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারি কৌঁসুলি জালাল উদ্দীন। তিনি বলেন, ‘বিএনপির নেতা আবু সাঈদ চাঁদকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। জেলা পুলিশ সুপার মামলাটির অধিক তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গোয়েন্দা পুলিশ তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।’

এর আগে, গত ২৫ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় পুঠিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন আলী আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড চান। এ মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আবারও আদালতে আনা হলে এবার গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডে চায়।

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।

বিজ্ঞাপন

এরপর সোমবার (২২ মে) সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের এস আই আরমান হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন। যেখানে আবু সাঈদ চাঁদসহ ১২জনকে আসামি করা হয়। এ মামলায় তিনজন গ্রেফতার হন।

সারাবাংলা/এনএস

আবু সাঈদ চাঁদ বিএনপি রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর