রাশি রাশি ভারা ভারা/ ধান কাটা হলো সারা | ছবি
১৬ মে ২০২৪ ০৯:৫৫ | আপডেট: ১৬ মে ২০২৪ ১৩:৫৫
বোরো মৌসুম। গ্রামবাংলার মাঠে মাঠে এখন পাকা ধানের গন্ধ। কৃষকদের ব্যস্ততা এখন সেই পাকা ধান ঘরে তোলার। উত্তরাঞ্চলের নাটোর, পাবনা ও সিরাজগঝঞ্জ জেলাজুড়ে বিস্তৃত চলনবিলও এখন পাকা ধানের গন্ধে মেতে উঠেছে। বিলজুড়ে এখন চলছে ধান কাটার উৎসব। চলমান খরতাপের মধ্যে ভোরে শুরু হয় ধান কাটার কর্মযজ্ঞ। সন্ধ্যা পর্যন্ত চলে সেই ধান কাটা, পরিবহণ ও মাড়াইয়ের কাজ।
চলনবিলের নাটোর অংশ থেকে ধান কাটার সেই উৎসবের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- কৃষকের হাতে ধানের গোছা, মৌসুমজুড়ে আবাদের পরিশ্রমের স্বীকৃতি।
- ধান কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক এবং কৃষি শ্রমিকরা।
- কেটে নেওয়া ধান তোলা হচ্ছে গাড়িতে। ধান তোলা শেষ হলে সে গাড়ি টেনে নিয়ে যাবে মহিষ।
- গাড়িতে ধান সাজিয়ে নেওয়ার কাজ চলছে।
- ধানের গোছাগুলো সযতনে তুলে নেওয়া হচ্ছে।
- ধানবোঝাই মহিষের গাড়ি চলল ছুটে।
- পরিবহণের জন্য গরুর গাড়ির ব্যবহার থাকলেও এই অঞ্চলে মহিষের ব্যবহার বেশি।
- কৃষকের বাড়ির পথে চলছে ধান।
- মাঠ থেকে ধান নেওয়ার দূরত্ব অল্প হলে কৃষি শ্রমিকরাই ধান বহন করে থাকেন।
- কৃষিপ্রধান এলাকায়গুলোতে এখন ফসলের মাঠজুড়ে এমনই ব্যস্ততা চোখে পড়বে।
- ধান কাটা শেষে চলছে মাড়াইয়ের কাজ।
- একসময় হাতে মাড়াই করা হলেও এখন যন্ত্রের সাহায্যে অল্প সময়েই অনেক ধান মাড়াই করা যায়।
- মাড়াই করা ধানগুলো বেছে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত থাকেন নারী শ্রমিকরা।