Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৯:৩৬

কুড়িগ্রাম: জেলার চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে সাঁতারকাটতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সোহানের (২৪) মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজন ও নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়। এরআগে, শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মৃত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সোহান চার-পাঁচজন বন্ধু মিলে শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতারকাটতে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি করেও তার সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা বলেন, ‘নিখোঁজ কলেজছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এরআগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করলেও তার সন্ধান মেলেনি।

সারাবাংলা/এসআর