বগুড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০০
বগুড়া: বগুড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, ‘ এ টুর্নামেন্ট কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মেধা ও প্রতিভা প্রকাশের জন্য এটি একটি চমৎকার সুযোগ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শাহনেওয়াজ ও জেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোছাদ্দেক হোসেন।
টুর্নামেন্টে বগুড়া জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। আগামী ২৮ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এসআর
গোল্ডকাপ ফুটবল ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বগুড়া