Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিপস কিনে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৮:৩১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৪০

নিহত জান্নাত। ছবি: সারাবাংলা।

বরিশাল: চিপস কিনে বাড়ি ফেরার পথে  অটোরিকশার ধাক্কায় জান্নাত (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত নগরীর বিএম কলেজ রোডের মো. নিজামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জান্নাত তার এক সহপাঠীকে নিয়ে দোকান থেকে চিপস কিনে বাড়ি ফিরছে। এ সময় সড়ক পার হতে গেলে অটোরিকশার ধাক্কায় নিহত হয় শিশু জান্নাত।

এই ঘটনার পর জড়িত চালকের গ্রেফতার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে দুই পাশে যানবাহন আটকে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএম কলেজ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছয় দফা হলো- ২৪ ঘণ্টার মধ্যে জড়িত চালককে গ্রেফতার, ক্যাম্পাসের সামনের ফুটপাত দখল মুক্ত করা, কলেজ চলাকালীন সময়ে সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক চালু করা, নতুন বাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত সড়কের গতিসীমা নির্ধারণ, নির্দিষ্ট দূরত্ব পরপর স্পীডব্রেকার ও রোড ডিভাইডার দেওয়া ও কলেজের সামনের ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি বন্ধ করা।

বরিশাল নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় অটোরিকশা ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত অটোরিকশা চালককে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এসআর

অটোরিকশার ধাক্কায় নিহত বরিশাল সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আহসান মঞ্জিলে সুফি ফেস্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০

আরো

সম্পর্কিত খবর