Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ৪ সন্তানের জননীকে নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৯:০৬

অভিযুক্ত যুবক মো. সোহাগ

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় এক যুবকের বিরুদ্ধে চার সন্তানের জননীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

লংগদু থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মো. সোহাগ (৩৮)। সে উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে। সে পেশায় মোটরসাইকেল চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভিকটিম তার নিজের বাড়ি থেকে ভাইয়ের মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় যান। ভাইঝিকে ভাইয়ের বাসায় রেখে বাড়ি ফেরার পথে পেছন থেকে অভিযুক্ত সোহাগ ভিকটিমের চোখমুখ চেপে ধরে ধানখেতে নিয়ে নিপীড়নের চেষ্টা করে। ভিকটিম চিৎকার চেঁচামেচি করলে লোকজন এসে তাকে উদ্ধার করে।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভিকটিম ও তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে যৌন নিপীড়ন চেষ্টা মামলা হয়েছে । রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতারা করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

নিপীড়ন যুবক গ্রেফতার যৌন নিপীড়নের অভিযোগ রাঙ্গামাটি সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর