সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২২:০৮
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২২:০৮
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে আলফা খাতুন (৩) ও হোসেন আলী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলফা খাতুন ওই গ্রামের আলহাজ্ব হোসেনের মেয়ে ও হোসেন আলী একই গ্রামের মেনহাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে দুই শিশু খেলছিল। এসময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর