Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯

ঢাকা: রাজধানীর মৌচাকে সিদ্ধেশ্বরী হাই স্কুলের পাশের মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে সন্ধা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।