Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবিতে কারওয়ান বাজারে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিক্ষোভ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৯

পাঁচ দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন মালয়েশিয়াগামী শ্রমিকরা। ছবি: সারাবাংলা

ঢাকা: মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা আবারও পাঁচ দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অংশ, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমা (২০২৪ সালের ৩১ মে) শেষ হওয়ার আগেই যাবার কথা থাকলেও যেতে পারেননি।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক মো. কাওসার বলেন, ‘আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও যাওয়া হয়নি। ৫–৬ লাখ টাকা খরচ করেছি, এর বেশির ভাগই ঋণ।’

বিজ্ঞাপন

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’

বিক্ষোভকারীদের পাঁচ দফা দাবি

১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে স্মারকলিপি দিতে হবে।

৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।

৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর