Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর রামপুরায় সিএনজির ধাক্কায় এক বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২১

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর রামপুরা ডিআইটি রোডে সিএনজির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৭০ বছর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম খান জানান, সকালে রামপুরা ডিআইটি রোডের বেটার লাইফ হাসপাতালের পাশের সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর