Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাধুলা ছাড়া সুস্থ জাতি গঠন সম্ভব নয়: কাদের গণি চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮

বিএফজেইউ মহাসচিব কাদের গণি চৌধুরীসহ বিপিজে‘র সদস্যরা।

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফজেইউ) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, খেলাধুলা ছাড়া সুস্থ দেহ ও সুস্থ মন গঠন সম্ভব নয়। আর সুস্থ নাগরিক ছাড়া সমৃদ্ধ রাষ্ট্র গড়া যায় না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিপিজেএ সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান রাজীব, দফতর সম্পাদক ফরিদ উদ্দীন সিদ্দীকী, প্রচার সম্পাদক মো. সৌরভ, ক্রীড়া সম্পাদক খোকন শিকদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

কাদের গণি চৌধুরী বলেন, ‘আজ আমাদের শিশুদের দিকে তাকালে দেখা যায়, তারা ভোর থেকে বইয়ের বোঝা নিয়ে স্কুলে যায়, সেখান থেকে কোচিংয়ে ছোটে। খেলার জন্য তাদের কোনো সময় নেই। যে অল্প সময় তারা পায়, সেটাও চলে যায় মোবাইল স্ক্রিনে। এর ফলে আমরা ধীরে ধীরে একটি অসুস্থ জাতির দিকে এগোচ্ছি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক ক্রীড়া উৎসবে

তিনি আরও বলেন, ‘আজ চোখের রোগীর তালিকায় সিনিয়রদের চেয়ে জুনিয়র শিশুর সংখ্যা বেশি। শিশুরা খেলাধুলা করে না, শাকসবজি খেতে চায় না। অথচ এই দিকগুলোতেই আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়ার কথা ছিল।’

তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, ‘ঢাকা শহরের অধিকাংশ স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। মাঠ না থাকলে খেলাধুলা হবে কীভাবে? একসময় ঢাকার যেসব পার্ক হাঁটা ও খেলাধুলার জন্য ছিল, সেগুলোও আজ দখল হয়ে যাচ্ছে। অথচ একটি সভ্য রাষ্ট্র গড়তে নাগরিকদের এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা অপরিহার্য।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের শিশুদের যেন মোবাইল স্ক্রিনের ভেতরে বন্দি করে না ফেলি। খেলাধুলা শুধু শিশুদের জন্য নয়, এটি সব বয়সী মানুষের জন্য। নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য খেলাধুলা প্রয়োজন।’

তিনি প্রতিদিন অন্তত ৩০ মিনিট পরিবারসহ খেলাধুলা করার আহ্বান জানিয়ে বলেন, ‘ছাদে হোক, সামনের রাস্তায় হোক কিংবা বাসার ছোট পরিসরে—একসঙ্গে সময় কাটানো ও খেলাধুলা করলে পরিবারের বন্ধন দৃঢ় হবে এবং আমরা সবাই সুস্থ থাকব।’

শেষে কাদের গণি চৌধুরী বলেন, ‘যে জাতির সুস্থ নাগরিকরা রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে, সে জাতির জন্য খেলাধুলার দিকে আরও বেশি নজর দিতে হবে। আমি আশা করি, রাষ্ট্র এ বিষয়ে উদ্যোগী হবে।’

ইম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের স্পন্সরে বিপিজেএ বার্ষিক ক্রীড়া উৎসবে মেরাথন দৌড়, দাবা, কেরাম, ১০০মিটার দৌড়, শুটিং, টেনিস বল নিক্ষেপ ও নারী সদস্যদের জন্য লুডু খেলা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রংপুরে যুবদলের ৩ নেতাকে শোকজ
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৩

আরো

সম্পর্কিত খবর