Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়াবহ দূষণের কবলে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:২৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:৩২

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। শীত ও শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকায়ও দূষণ তীব্র আকার ধারণ করেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

সকাল সাড়ে ৮টার দিকে প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ছিল পঞ্চম। আগের দিন শহরটির একিউআই ছিল ১৮৬, যা থেকে স্পষ্ট যে একদিনের ব্যবধানে দূষণের মাত্রা আরও বেড়েছে।

তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। শহরটির একিউআই স্কোর ২৮৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৩৫। ভারতের দিল্লি ২২২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এ শহরগুলোর বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মঙ্গোলিয়ার উলানবাটার ১৯০ স্কোর নিয়ে পঞ্চম, ভিয়েতনামের হ্যানয় ১৮৬ স্কোর নিয়ে ষষ্ঠ, ভারতের কলকাতা ১৭৭ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। তালিকায় আরও রয়েছে চীনের বেইজিং (১৬১), ইরাকের বাগদাদ (১৫৬) এবং ইসরাইলের তেল আবিব (১৫৬)।

বিশেষজ্ঞরা বলছেন, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। যারা দীর্ঘ সময় বাইরে কাজ করবেন তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে এবং মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুদূষণের এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।

 

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

ভয়াবহ দূষণের কবলে ঢাকা
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর