Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরদের দু’গ্রুপের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৫:৩১

মুহাম্মদ আলমগীর (৪৫)

চট্টগ্রাম ব্যুরো: নিজ দোকানের সামনে কিশোর বয়সীদের দু’গ্রুপের মারামারি থামাতে গিয়ে আঘাত পেয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

নিহত মুহাম্মদ আলমগীর (৪৫) উপজেলার উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নে।

স্থানীয়রা জানান, নিজ গ্রামে আলমগীরের একটি মুরগীর দোকান আছে। সেই দোকানের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয় এলাকার ১৫-১৬ বছর বয়সী কিশোরদের দু’গ্রুপ, যারা সংখ্যায় প্রায় ১৫ জন ছিলেন।

মারামারি দেখে দোকান থেকে বের হয়ে থামাতে গিয়েছিলেন আলমগীর। মারামারির মধ্যে তার বুকে একটি ঘুষি লাগে। মুহুর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অপারগতা জানালে নগরীর আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘ঘটনা শুনে পুলিশ সেখানে গিয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, মারামারির মধ্যে বুকে আঘাত পেয়েছিলেন ওই ব্যক্তি। এতে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

হাসপাতাল কর্তৃপক্ষ হৃদরোগের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে উল্লেখ করেছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এমপি

দু'গ্রুপের মারামারি যুবদল নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর