Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজযাত্রী নিয়ে আসা বিমানে যান্ত্রিক ত্রুটি, ২ ঘণ্টা রানওয়ে অচল

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১২:২৩ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১২:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পরমুহুর্তে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। তবে যাত্রীরা সবাই নিরাপদ আছেন।

কিন্তু বিমান ওঠানামাসহ বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৪৮) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলীল সারাবাংলাকে জানান, ফ্লাইটটি অবতরণের পরমুহুর্তেই রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে আটকে যায়।

বিজ্ঞাপন

তবে যান্ত্রিক ত্রুটি সারানোর পর ফ্লাইটটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে অ্যাপ্রোনে সরিয়ে নেয়া হয়। সকাল সাগে ১১টার পর রানওয়ের কার্যক্রম আবারও সচল হয়।

খলীল আরও জানাান, ওই ফ্লাইটে মোট ৩৮৭ জন হজযাত্রী ছিলেন। সেটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়লেও এর আগেই যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হন।

সারাবাংলা/আরডি/এমপি

ফ্লাইট অবতরণ যান্ত্রিক ত্রুটি সৌদি আরব হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর