চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রতিবেশির ঘর থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শামসেদ হিরু (৪৮) রশিদাবাদ গ্রামের বাসিন্দা। তিনি শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের (বর্তমানে কার্যক্রম স্থগিত) কার্যকরী কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হিরু আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি বাড়ি ফেরেন।
তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় গ্রেফতার এড়াতে প্রতিবেশির ঘরে ঘুমাতে গিয়েছিলেন।
ভোরে ঘুম থেকে ওঠার তার স্ত্রী ওই ঘরে গেলে জানালা দিয়ে হিরুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে হিরুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে পরিবারের সদস্যরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন।
জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে মৃত্যু হয়েছে সেটা পরিস্কার হবে। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।’