Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু মায়ানমার সীমান্ত থেকে উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৪:২৪

অপহরণের শিকার সাত মাসের এক শিশুকে কক্সবাজারে মায়ানমার সীমান্তে এক পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে অপহরণের শিকার সাত মাসের এক শিশুকে কক্সবাজারে মায়ানমার সীমান্তে এক পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক নারীসহ দুজনকে।

বুধবার (১৭ জুলাই) রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের পাহাড় থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- সুমাইয়া আক্তার (১৯) ও নুরুল আলম (৪০)। এদের মধ্যে সুমাইয়ার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং নুরুল আলমের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, বায়েজিদের শান্তিনগর এলাকা থেকে গত মঙ্গলবার রাতে এক নারী থানায় এসে তার সাত মাস বয়সী মেয়েকে অপহরণের অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ওই নারীর ভাষ্য অনুযায়ী, তার বাসার একটি কক্ষ গ্রেফতার সুমাইয়াকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল তার অনুপস্থিতিতে সুমাইয়া মেয়েটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান।

ওসি কামরুজ্জামান বলেন, ‘শিশুটির মা থানায় এসে তার সন্তানকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানান। অভিযোগ পেয়েই আমরা তদন্তে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বরইতলী গ্রামে সুমাইয়ার অবস্থান শনাক্ত করি।’

‘পুলিশের নজরদারি টের পেয়ে সেখান থেকে শিশুটিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামে পাহাড়ে নিয়ে যায়। সেখানে অভিযান চালিয়ে নুরুল আলমের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনায় গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এমপি

অপহরণ অপহৃত শিশু উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর