Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৩:০৩

বিএনপি নেতার নেতৃত্বে বন বিভাগের অন্তঃত পাঁচ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে হামলায় বন বিভাগের অন্তঃত পাঁচ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। বন থেকে গাছ কেটে নিয়ে যাবার সময় বাধা দেওয়ায় এক বিএনপি নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পরানজুরানি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লা, বনরক্ষক আবু বক্কর সিদ্দিক ও শুভ ইসলাম এবং টহল দলের প্রধান মো. কুতুব।

অভিযোগ পাওয়া গেছে, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা মোজাম্মেল হক ও তার লোকজন এ হামলায় জড়িত।

বিজ্ঞাপন

জানা গেছে, রাতের আঁধারে ধোপাছড়ি বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে নেওয়ার খবর পেযে অভিযানে যান বন বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আকস্মিক হামলার মুখে পড়েন। বেধড়ক পিটিয়ে তাদের সেখানে ফেলে হামলাকারীরা চলে যায়।

খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দোহাজারী সরকারি হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস সারাবাংলাকে বলেন, ‘বনের গাছ কেটে পাচারের অভিযোগ পেয়ে অভিযান চালাতে গেলে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে। এতে আমাদের পাঁচজন আহত হয়েছেন। জনৈক মোজাম্মেলের নেতৃত্বে হামলা হয়েছে বলে জানতে পেরেছি।’

মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘প্রথমে ঘটনাস্থলে আমি ছিলাম না। খবর পেয়ে আমি বরং ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের নিবৃত্ত করি। আমি বন কর্মকর্তাদের কোন আঘাত করিনি।’

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার সারাবাংলাকে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/এমপি

গাছ কাটা বন কর্মকর্তা বনাঞ্চল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর