Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এনসিপির পদযাত্রার রোডম্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০৮:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পদযাত্রা কর্মসূচিরর রোডম্যাপ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে তিনটায় এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার নেতৃত্বে পদযাত্রা শুরু হবে।

এনসিপির চট্টগ্রাম জেলা সংগঠক মো. রাফসান জানি সারাবাংলাকে জানিয়েছেন, বিকেলে প্রথমে নগরীর বহদ্দারহাটে নেতাকর্মীরা জমায়েত হবেন। সেখানে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানো হবে।

বহদ্দারহাট থেকে নেতাকর্মীরা নগরীর মুরাদপুর হয়ে দুই নম্বর গেইটে বিপ্লব উদ্যানে পৌঁছাবেন। সেখানে সন্ধ্যা ৬টায় মূল সমাবেশ হবে।

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাকর্মীদের সরাসরি বিপ্লব উদ্যানের সমাবেশে মিছিল নিয়ে যোগদানের জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে বিপ্লব উদ্যান থেকে শুরু হবে মূল পদযাত্রা। নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে যাবেন।

চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সারাদেশে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) থেকে চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচি শুরু করেছে এনসিপি। এজন্য শুক্রবার রাতেই কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে এসে পৌঁছান। শনিবার সকালে প্রথমে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত মাঠে সমাবেশ করে এনসিপি। এরপর চকরিয়া উপজেলায় গিয়ে সমাবেশ করে বান্দরবানে গিয়ে কর্মসূচি পালন করেন নেতারা।

বান্দরবান থেকে রাতে চট্টগ্রাম নগরীতে ফেরেন এনসিপি নেতারা। আজ (রোববার) সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষ করে সরাসরি চট্টগ্রামে আসবেন এনসিপি নেতারা।

চট্টগ্রামে পদযাত্রা শেষ করে রাতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সারাবাংলা/আরডি/এমপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর