Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে ২ যাত্রীর কাছ থেকে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিম-সিগারেট জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৩:৪৩

নিষিদ্ধ পণ্য বহনকারী ২ যাত্রী।

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশে আমাদনি ও ব্যবহার নিষিদ্ধ রঙ ফর্সাকারী পাকিস্তানি ক্রিম এবং সিগারেট উদ্ধার হয়েছে দুই বিমানযাত্রীর কাছ থেকে। তারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে এসব নিষিদ্ধ পণ্য নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

জব্দকরা পাকিস্তানি ক্রিম।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিমানবন্দরে লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব পণ্য শনাক্ত করে তাদের আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা।

দুই বিমানযাত্রী হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে তারা চট্টগ্রামে আসেন।

তাদের কাছ থেকে ৯২০ পিস ডিউ ক্রিম ও ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট জব্দ করা হয়েছে। দুটি পণ্যের বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।

উল্লেখ্য, ক্ষতিকর মাত্রায় পারদ ও হাইড্রোকুইনোন থাকায় পাকিস্তানে তৈরি রঙ ফর্সাকারী ডিউ ক্রিম বাংলাদেশে আমদানি, বাজারজাত ও নিষিদ্ধ করে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

ইব্রাহীম খলিল বলেন, ‘পণ্যগুলো জব্দের পাশাপাশি দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে তাতের ছেড়ে দেওয়া হয়।’

সারাবাংলা/আরডি/এমপি

আমাদনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) রঙ ফর্সাকারী ক্রিম সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর