Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারি বর্ষণে চট্টগ্রামে ফের জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৬:৫৪

অতিরিক্ত বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে পানি।

চট্টগ্রাম ব্যুরো: ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর কয়েকটি নিচু এলাকায় ফের জলাবদ্ধতা হয়েছিল। কোথাও কোথাও দুই-তিন ঘন্টা কিংবা তারও বেশিসময় পানি আটকে আছে। এতে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয় দফায় জলাবদ্ধতা হয়েছে বন্দরনগরীতে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নগরীর বিভিন্ন এলাকায় কর্মস্থলে যাবার জন্য লোকজন বাসা থেকে বেরিয়ে জলজটের কবলে পড়েন। অনেককে অলিগলির পানি মাড়িয়ে মূল সড়কে উঠতে হয়েছে। আবার বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গণপরিবহন কম থাকায় কর্মজীবীদের পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে দুর্ভোগ পেহাতে হয়েছে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে বায়ূচাপের আধিক্য আছে। এজন্য বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আছে। আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এরপর কমতে পারে।’

এদিকে রাত থেকে টানা বর্ষণের ফলে সকালে নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকা, কাপাসগোলা, চকবাজারের একাংশ, আতুরার ডিপো, মুরাদপুর, জিইসি মোড়, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একাংশ, হাজীপাড়া এলাকায় মূল সড়ক, অলিগলি পানিতে ডুবে যায়। কাপাসগোলা, কাতালগঞ্জে নিচতলার বাসা, দোকানপাটের ভেতরেও পানি দেখা গেছে। এসব এলাকায় সড়ক ও অলিগলিতে কোথাও কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি হয়।

জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। কিছু সড়কে সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু, রিকশা, ইজিবাইক চলাচল একেবারে কমে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা সারাবাংলাকে বলেন, ‘রাত থেকে একটানা বৃষ্টি হয়েছে। সকালে একেবারে মুষলধারে বৃষ্টি ছিল। এজন্য কয়েকটি এলাকায় আগের মতোই জলাবদ্ধতা হয়েছে। তবে কাতালগঞ্জ ও কাপাসগোলা এলাকা ছাড়া প্রায় সবখানে ঘণ্টাখানেকের মধ্যে পানি নেমে গেছে।’

সারাবাংলা/আরডি/এমপি

চট্টগ্রাম সিটি করপোরেশন জলাবদ্ধতা ভারি বর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর