Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষায় চট্টগ্রামে সাপের উপদ্রব, প্রাণ গেল ২ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৬:৪৯

মরদেহ। প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: লাগাতার বৃষ্টিপাতের মধ্যে চট্টগ্রামে বিষধর সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোরে আনোয়ারা উপজেলায় এক কিশোরী এবং শুক্রবার রাতে লোহাগাড়ায় এক কিশোরের মৃত্যু হয়।

আনোয়ারায় মারা যাওয়া কিশোরীর নাম নাঈমা আক্তার (১৩)। তার বাড়ি ওই উপজেলার রায়পুরা ইউনিয়নের সরেঙ্গা গ্রামে। স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, রাতে মায়ের সঙ্গে ঘুমিয়েছিল নাঈম। রাত ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে ওঠে সে। পরিবারের সদস্যরা তাকে সাপে ছোবল দেওয়ার বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ভোরের দিকে সাপে কাটা এক মেয়েকে হাসপাতালে আনা হয়েছিল। তবে বাড়িতে কিংবা পথেই তার মৃত্যু হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের কাছে এন্টিভেনম ছিল। কিন্তু তার চিকিৎসার সুযোগ আমরা পাইনি।’

বিজ্ঞাপন

এদিকে লোহাগাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মারা যায় ১৬ বছর বয়সী মো. তাওসিফ। তার বাড়ি উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া গ্রামে।

স্থানীয়রা জানান, কিশোর তাওসিফ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে নিজ ঘরের উঠোনে তাকে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক সারাবাংলাকে জানান, সাপে কাটা তাওসিফকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

সারাবাংলা/আরডি/এমপি

আহত বিষধর সাপ মৃত্যু সাপ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর