চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মহাসড়কে মোটর সাইকেল চালিয়ে তারা কক্সবাজার থেকে রাঙামাটি যাচ্ছিল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রাকিব (২১) ও মো. জিহাদ (২০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নে।
এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এরা হলেন- চালক আমির উদ্দিন (২৪) ও তার সহকারী জয়নাল আবেদীন (২০)। এদের মধ্যে আমিরের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে এবং জয়নালের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
হাইওয়ে পুলিশ জানায়, রাকিব, জিহাদসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। লোহাগাড়ায় রাকিব-জিহাদের মোটর সাইকেলের সঙ্গে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটর সাইকেল থেকে দুজন ছিটকে রাস্তায় পড়ার পর একই ট্রাক আবার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে রাকিব ও জিহাদের চার বন্ধু মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া দিয়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় ধরে ফেলেন।
এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানতে চাইল দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সারাবাংলাকে বলেন, ‘মহাসড়কে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ। তারা ছয়জন মোটর সাইকেল নিয়ে রাঙামাটি যাচ্ছিল। ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই তরুণের লাশ উদ্ধার করে।’
ওসি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।