Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে ডুবে চবি ছাত্রীসহ ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৫:৫১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছদাহা ইউনিয়নের নওরগাঁপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- আফিফা আবেদীন (২২) ও হুজাইরা নূর (৮)। এদের মধ্যে আফিফার বাড়ি উপজেলার কাঞ্চনা ইউনিয়নে এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর হুজাইরা আফিফার খালাতো বোন। তাদের বাড়ি ছদাহা ইউনিয়নে। হুজাইরা উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, আফিফা হুজাইরাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে দুই খালাতো বোন বাড়ির পেছনে পুকুরঘাটে যান। সেখানে অসতর্কতাবশত হুজাইরা ঘাট থেকে পড়ে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে আফিফা পুকুরে ঝাঁপ দেন। কিন্তু সাঁতার না জানায় আফিফাও ডুবে যান।

বিজ্ঞাপন

ঘণ্টাখানেক পর পরিবারের সদস্যরা তাদের ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে সাতকানিয়া উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা পুকুরের পানিতে ডুবেই মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’

সারাবাংলা/আরডি/এমপি

চবি শিক্ষার্থী পানিতে ডুবি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর