Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোর অপবাদ দিয়ে কিশোরকে পিটিয়ে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৪:৫৩

রিহান উদ্দিন মহিন (১৫)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তিন কিশোরকে ধরে বেধড়ক মারধর করেছে স্থানীয় একদল তরুণ। এতে এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, চোর অপবাদ দিয়ে প্রতিবেশি কয়েকজন তরুণ মিলে তাদের মারধর করে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রিহান উদ্দিন মহিন (১৫) ওই গ্রামের মুহাম্মদ লোকমানের ছেলে। আহত রাহাত ও মানিকের বাড়িও একই গ্রামে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ সারাবাংলাকে জানান, মাহিন ও তার দুই বন্ধু দুইদিন আগে কক্সবাজার গিয়েছিলেন। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তারা গ্রামে ফিরে আসেন। ঘরে যাবার আগে ভোর ৫টার দিকে তারা চেইঙ্গার ব্রিজে বসে কথা বলছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, তারা যখন ব্রিজের ওপর বসে কথা বলছিল, তখন কয়েকজন তরুণ চোর, চোর বলে তাদের প্রথমে ধাওয়া দেয়। তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। তাদের সেখান থেকে বের করে মারধর করে। মাহিন ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

কী কারণে এ ঘটনা ঘটেছে, জানতে চাইলে ওসি বলেন, ‘তিন কিশোর চুরি কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। তাদের চোর অপবাদ দিয়ে একটি পরিস্থিতি তৈরি করে মারধর করা হয়। যারা মারধর করেছে তাদের বাড়িও একই গ্রামে। এরা পরম্পরের প্রতিবেশি। কোনো পূর্বশত্রুতা ছিল কি না সেটা আমরা খতিয়ে দেখছি।’

এ ঘটনায় আটক দুজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এমপি

কিশোর চোর অপবাদ পিটিয়ে খুন