চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী বাজার এলাকায় এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদরাসা মসজিদে ছাত্রশিবিরের একটি বৈঠক হয়। ওই বৈঠককে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে।
বিষয়টি মীমাংসার জন্য রাতে মোশারফ আলী বাজারে বৈঠকে বসেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি, পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। রাত ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার সারাবাংলাকে বলেন, “জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪–৫ জন করে মোট প্রায় ১০ জন আহত হয়েছেন। ইটপাটকেল নিক্ষেপে বিভিন্ন স্থানে তাদের আঘাত লাগে।”
তিনি আরও জানান, আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।