Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল ঘোষণা: চাকসু নির্বাচন ১২ অক্টোবর

চবি করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৭:২৯

চাকসু ভবন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।’

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান হবে। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বিতরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিন বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বিতরণ করা হবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জমা দিতে পারবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে।

বিজ্ঞাপন

২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। এছাড়া ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিন বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোট গ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ও অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর