চট্টগ্রাম ব্যুরো: প্রায় তিন মাস পর চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তবে এর প্রভাব খুচরায় এখনও পড়েনি, কাঁচাবাজারে স্বস্তিও নেই। সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজির দাম এখনো বেশি। মাছ-মাংসের দাম অপরিবর্তিত, মুরগির দাম কিছুটা বেড়েছে।
তবে খুচরা বাজারে এখনো দাম বেশি। মিনিকেট চাল কেজি প্রতি ৭৮ থেকে ৮৫ টাকা, আটাশ বালাম ৭০ থেকে ৭৫ টাকা, নাজিরশাইল ৮৫ থেকে ৯০ টাকা, স্বর্ণা মোটা ৫৫ থেকে ৬০ টাকা, পাইজাম ৬২ থেকে ৬৫ টাকা, বাসমতী ৯৫ থেকে ১২০ টাকা এবং চিনিগুঁড়া প্যাকেট ১৩০ থেকে ১৫০ টাকা।
মাছের সরবরাহ বেড়েছে, তবে দাম কমেনি। লইট্যা ২০০ থেকে ২২০ টাকা, ভ্রাম্যমাণ দোকানে ১৮০ টাকা, ফাইস্যা ১৮০ থেকে ২০০ টাকা, পোয়া ২৫০ থেকে ৩০০ টাকা, শাপলা পাতা ৩৫০ থেকে ৪৫০ টাকা, কোরাল ৬০০ থেকে ৯০০ টাকা, রুপচান্দা ৩৫০ থেকে ৭০০ টাকা, আইড় ৪০০ থেকে ৬৫০ টাকা, চিংড়ি (বাগদা ও গলদা) আকারভেদে ৬৫০ থেকে ১২০০ টাকা।
পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, খোলা সাদা চিনি ১০৫ থেকে ১১০ টাকা, প্যাকেট চিনি ১২০ টাকা, লালচিনি ১১৫ টাকা। মোটা দানার মসুর ডাল ১০০ টাকা, সরু মসুর ডাল ১৩০ থেকে ১৭০, নেপালি মসুর ১৪০, ছোট মুগডাল ১৩০ থেকে ১৪০, খেসারি ডাল ১০০, বুটের ডাল ১১০, মাষকলাই ডাল ১৮০, ডাবলি ৬০, ছোলা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।