Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৭:১৯

চবিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষার্থী ও গ্রামবাসীদের মধ্যে অব্যাহত সংঘর্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা, শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট বাজারের পূর্বসীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত সড়কের উভয়পাশে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় সংশ্লিষ্ট এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল ধরনের দেশি অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকায় ৫ জন বা এর অধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট বাজারের পূর্বসীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত সড়কের উভয়পাশে আজ (রোববার) সকাল সাড়ে ১১টা থেকে স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখি ও আক্রমণাত্মক হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বর্তমানে উভয়পক্ষ আক্রমণাত্মক অবস্থায় আছে।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে একই এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জোবরা গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। পুলিশ, চবি’র নিরাপত্তা বাহিনী এবং প্রক্টরের গাড়ি ভাঙচুর করা হয়।

এর জের ধরে রোববার সকাল সাড়ে ১১টা থেকে একই এলাকায় আবারও সংঘাত শুরু হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সারাবাংলা/আরডি/এমপি

১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষ

বিজ্ঞাপন

৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯

আরো

সম্পর্কিত খবর