চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিতে দেরি করায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত ফেরদৌস বেগম (৩৫) উপজেলার বরলিয়া ইউনিয়নের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, সকালে নিজের ঘরে গৃহস্থালী কাজ করার সময় দেওয়ালে টাঙানো মাছ ধরার জালের ভেতর থেকে একটি সাপ ফেরদৌস বেগমকে ছোবল দেয়। প্রথমদিকে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব সারাবাংলাকে বলেন, ‘দুপুর ২টা ২৫ মিনিটের দিকে ওই মহিলা রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাকে রিসিভ করেন। আমি নিজেও গিয়েছিলাম। তার প্রেশার (রক্তচাপ) বলতে গেলে একদমই ছিল না। আমরা এন্টিভেনম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই তিনি মারা যান। হাসপাতালে আনার পর পাঁচ মিনিটও বেঁচে ছিলেন না।’
‘তাকে একেবারে শেষমুহুর্তে হাসপাতালে আনা হয়েছিল। আমাদের ধারণা, সাপের কামড়ের অন্তঃত পাঁচ ঘণ্টা পর তাকে চিকিৎসার জন্য আনা হয়েছে। সঙ্গে অভিভাবক হিসেবে উনার একজন জা এসেছিলেন। ওই মহিলা বলেছেন, সাপের কামড়ের পর শুরুর দিকে রোগীর মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না। পরে বমি করা শুরু করলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’
ফেরদৌস বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ডা. আবু তৈয়ব জানান।