Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার বেড়াতে যাবার পথে মহাসড়কে প্রাণ গেল বাবা-মেয়ের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০

কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু।

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- গোলাম সারোয়ার মিন্টু (৪২) ও তার তিন বছর বয়েসী মেয়ে মুসকান। তারা ঢাকার উত্তরা আবাসিক এলাকার ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।

একই দুর্ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯), গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০) ও সাগর (৩০) নামের এক সহকর্মী আহত হয়েছেন। গোলাম সারোয়ার একটি আসবাব তৈরির প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন সারাবাংলাকে জানান, ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন গোলাম সারোয়ার। তাদের বহনকারী মাইক্রোবাস আগে থেকে মহাসড়কের একপাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসে থাকা বাবা- মেয়ে ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম।

আহতদের প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/আরডি/এমপি

বাবা-মেয়ে নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কমেছে সবজির দর, চড়া ইলিশের বাজার
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর