Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইপিজেডে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ১৬ ফায়ার ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৪

সিইপিজেডে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টা ১০ মিনিটের দিকে সিইপিজেডে তোয়ালে তৈরির একটি কারখানায় আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। সাততলা ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে সিইপিজেড, বন্দর, কেইপিজেড, আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে মোট ১৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান সারাবাংলাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কারখানা চালু ছিল। তবে ভেতরে কোনো শ্রমিক-কর্মচারী আটকে আছেন কী না, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর