চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার পুরাতন বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশের তথ্যমতে, নিহতরা হলেন- মো. সোহেল (২৫) ও আবু বক্কর সিদ্দিক (১৪)। এদের মধ্যে সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে এবং আবু বক্কর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, সোহেল ও আবু বক্কর চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজারে চকরিয়া উপজেলায় যাচ্ছিলেন। সোহেল মোটর সাইকেল চালাচ্ছিলেন। তার শ্বশুরবাড়ি চকরিয়ায়।
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, সোহেলের চট্টগ্রাম শহরে দোকান আছে। আবু বক্কর তার আত্মীয় ও দোকানের কর্মচারী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাতের অন্ধকারে বাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে দুজন মহাসড়কের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে এসআই রুহুল আমিন জানান।