Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের দোসর ছাড়া সব সাংবাদিককে এক হওয়ার আহ্বান সিএমইউজের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২২:০৩

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সিএমইউজে নেতারা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন দাবি আদায়ে ফ্যাসিবাদের দোসর ছাড়া অন্য সব মত-পথের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশে সিএমইউজে নেতারা এ আহ্বান জানান।

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়েছে।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, ‘সাংবাদিকরা এখনও নবম ওয়েজবোর্ডের সুফল পাচ্ছে না— এটি চরম বৈষম্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। অথচ সাংবাদিকরা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যদি এভাবে সাংবাদিকদের অধিকার হরণ করা হয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’

বিজ্ঞাপন

সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, ‘সাগর-রুনি হত্যার ১৩ বছর পার হলেও বিচার হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন ১২১ বার পেছানো হয়েছে, যা প্রমাণ করে রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যে রাষ্ট্র সাগর-রুনি হত্যাকারীদের বিচার করতে পারে না, সেখানে সাংবাদিক নির্যাতনের বিচার কিভাবে হবে?’

চট্টগ্রামে ফ্যাসিবাদের আমলে পত্রিকা ও টেলিভিশনে হামলাকারী দোসরদের ক্ষমা নেই বলেও মন্তব্য করেন সালেহ নোমান।

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আমরা সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছি। অনেককে অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আগামী একমাসের মধ্যে তাদের পুনর্বহাল করতে হবে, নইলে তথ্য মন্ত্রণালয়ের সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বক্তারা অধিকার আদায়ে শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর ছাড়া অন্য সব মত ও পথের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানান।

সিএমইউজের সহ-সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য মিয়া মো. আরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মওলা মুরাদ, সিএমইউজের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, আবুল হাসনাত, শহিদুল ইসলাম, নগর নিউজের সম্পাদক আমিনুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, সোহাগ কুমার বিশ্বাস, ওয়াহিদ জামান, চৌধুরী লোকমান, সরোজ আহমেদ, সুপলাল বড়ুয়া, আলী আকবর, নাসির উদ্দীন রকি, বজলুল হক, মুহাম্মদ আজাদ, মনিরুল ইসলাম পারভেজ ও কিরণ শর্মা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর