Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জালনোট উদ্ধারের মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৫:৪০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৭:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জালনোট উদ্ধারের মামলায় এক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

দণ্ডিত মো. আবুল কাশেম (৪০) কক্সবাজারের জেলার উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১৩ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৮টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে বলেন, ‘রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজা পরেয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর