চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থী লিখিতভাবে প্রক্টরের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় রাহমানিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেছেন।
মারধরের শিকার আলমাস মাহমুদ রাফিদ চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে তিনি লিখিত অভিযোগ দেন।
রাফিদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাদিউল আউয়াল সুজাত, আল মাসরুর ফাহিম, সাইদ মোহাম্মদ রেদোয়ান এবং আরিফসহ আরও কয়েকজন মিলে তাকে মারধর করেছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে ছিলেন রাফিদ। এ সময় তাকে প্রথমে হুমকি দেওয়া হয়। রাফিদ সেখান থেকে দুই নম্বর গেইটে চলে আসেন। সেখানে রাত সোয়া ১টার দিকে ২০-৩০ জন অতর্কিতে তার ওপর হামলা করে।
অফিসের সামনে লেখা ‘হাদিস’ মুছে ‘চারুকলা ইনস্টিটিউট’ লিখে দেওয়ায় এবং এ নিয়ে বাদ-প্রতিবাদের জেরে তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ রাফিদের।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা জামাদিউল আউয়াল সুজাত সারাবাংলাকে বলেন, ‘আমরা অনেকেই দুই নম্বর গেটে ছিলাম। সেখানে মারামারি দেখেছি। শুনেছি এটি চারুকলার অভ্যন্তরীণ বিষয়। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কিন্তু ব্যক্তি হিসেবে আমাকে টার্গেট করে ফাঁসানোর জন্য আমার নামে অভিযোগ তোলা হচ্ছে।’
এ বিষয়ে সহকারী প্রক্টর সাইদ বিন কামাল বলেন, ‘আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি শৃঙ্খলা কমিটির সভায় তোলা হবে। সেখান থেকে সব সিদ্ধান্ত দেওয়া হবে।’