Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ: চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখী সড়কে হাজারো শ্রমিক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১১:৩৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৫:০১

চট্টগ্রাম বন্দরের তিন প্রবেশমুখী সড়কে অবস্থান নিয়েছেন অবরোধকারী শ্রমিক-কর্মচারীরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের তিন প্রবেশমুখী সড়কে অবস্থান নিয়েছেন অবরোধকারী শ্রমিক-কর্মচারীরা। সেখানে তারা মিছিল-সমাবেশ করছেন। পুলিশও সতর্কাবস্থায় আছে। তবে এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শত, শত শ্রমিক-কর্মচারী নগরীর বড়পোল, ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টগোলা ক্রসিংয়ে সীম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন।

নগরীর বড়পোল মোড়ে অবরোধের কারণে বেশকিছু ট্রাক-কাভার্ডভ্যান বন্দরে প্রবেশের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ছবি: সারাবাংলা

টোল প্লাজার সামনে অবস্থান নেওয়া ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা ইফতেখার কামাল খান সারাবাংলাকে বলেন, ‘আমরা শ্রমিক-কর্মচারীরা একেবারে শান্তিপূর্ণ অবস্থানে আছি। আমরা কোনো বিশৃঙ্খলায় জড়াবো না। আমরা আমাদের দাবিটা জানাতে চাই।’

বিজ্ঞাপন

স্কপভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে তপন দত্ত, শেখ নুরুল্লাহ বাহার, রিজওয়ানুর রহমান খান, ফজলুল কবীর মিন্টুসহ কয়েকজন নেতা বিভিন্ন স্পটে নেতৃত্ব দিচ্ছেন। বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মী ও পরিবহন শ্রমিক সংগঠনের কর্মীরাও অবরোধে সংহতি জানিয়ে অবস্থান নিয়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) মাহমুদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘টোল প্লাজার সামনে উনারা সড়কের একপাশে আছেন। তবে গেইট দিয়ে যানবহন আসা-যাওয়ায় বাধা দিচ্ছেন না। আরও দুটি স্পটে উনাদের অবস্থান আছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা সতর্ক আছি।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে স্কপ আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ পালন করছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার। এই মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ আছে চুক্তিতে। একইদিন কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালও (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত আছে সরকারের।

বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধে গত ২২ নভেম্বর চট্টগ্রামে এক শ্রমিক কনভেনশন থেকে বন্দরে প্রবেশমুখী সকল সড়কে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে স্কপ।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর