চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আনুমানিক ১০০ গজের মধ্যে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় ভ্রাম্যমাণ চা বিক্রেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে নগরীর লালদিঘীর পাড়ে জেলা পরিষদ ভবনের বিপরীতে সিএমপি কমিশনারের পুরাতন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. ইসমাইল (৩০) কোতোয়ালী থানার কাছে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি লহ্মীপুর জেলায়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘ইসমাইল লালদিঘীর পাড়, পুরাতন গির্জাসহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেন। গত (বৃহস্পতিবার) রাত আড়াইটার দিকে সাইকেল চালিয়ে লালদিঘীর পাড় থেকে ফিরিঙ্গীবাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালীমুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে।’
তিনি আরও বলেন, ‘ধস্তাধস্তির মধ্যে তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইসমাইল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’