Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:০০

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর চট্টগ্রামের সিংহভাগ নেতাকর্মী ঢাকায় অবস্থান করে সেখানে জানাজায় শরিক হয়েছেন। স্থানীয় কিছু নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সদস্য এবং সাধারণ মুসল্লিরা গায়েবানা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

নক্ষত্রের বিদায়
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:২০

আরো

সম্পর্কিত খবর