চট্টগ্রাম ব্যুরো: দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রামে জামায়াত ইসলামী মনোনীত এক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের মনোনয়ন পত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন এ সিদ্ধান্ত দেন।
প্রার্থিতা বাতিল হওয়া ডা. একেএম ফজলুল হক চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি থেকে আবু সুফিয়ানসহ আরও ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। আবু সুফিয়ানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ সারাবাংলাকে জানান, একেএম ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিক। গত ২৮ ডিসেম্বর মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি সেটা ত্যাগ করেছিলেন বলে উল্লেখ করেন। কিন্তু এ সংক্রান্ত কোনো প্রমাণপত্র তিনি জমা দেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।