Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঠের নৌকায় মালয়েশিয়া যাত্রা, আটক ২৭৩

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৬:১৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৮:২৭

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো: কাঠের নৌকায় করে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এদের মধ্যে ১০ জন মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে নৌবাহিনী।

শনিবার (৩ জানুয়ারি) রাতের দিকে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি সন্দেহজনক কাঠের নৌকা শনাক্ত করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলেও তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে নৌকাটি আটক করা হয়।

বিজ্ঞাপন

নৌকাটিতে থাকা ২৭৩ জনের মধ্যে ২৬৩ জন দেশের বিভিন্ন জেলার দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। এছাড়া নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কোনো ধরনের পাসপোর্ট বা ভিসা ছাড়াই তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

নৌবাহিনী জানায়, নৌকায় থাকা ১০ জন দালাল একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সংগ্রহ করে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল।

আটক সকলকে রোববার (৪ জানুয়ারি) টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর