Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফসলের মাঠে মিলল নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা মরদেহ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৪

মোহাম্মদ শাহেদ ইসলাম।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি কৃষিজমি থেকে নিখোঁজ স্কুলছাত্র মোহাম্মদ শাহেদ ইসলামের (১৬) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাট গ্রামের হাজারীবিল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। শাহেদ পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হন এবং রাত পর্যন্ত ফেরেননি। পরিবারের খোঁজাখুঁজির পর রাতেই রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘ভোরে গ্রামের লোকজন হাজারীবিলে গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমরা সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর