চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বিনিময় করে ধরা পড়লেন দুই পরীক্ষার্থী। তাদের পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এদিন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি–২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে অনুষ্ঠিত পরীক্ষায় দুই পরীক্ষার্থীর আসন ছিল পাশাপাশি। পরীক্ষা চলাকালে তারা নিজেদের মধ্যে উত্তরপত্র বিনিময় করেন। বিষয়টি পর্যবেক্ষকের নজরে এলে তিনি প্রক্টরিয়াল বডিকে জানান। প্রক্টরিয়ার বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পরীক্ষার্থীকে আটক করে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করেন।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী সারাবাংলাকে বলেন, ‘দুই পরীক্ষার্থী উত্তরপত্র রদবদল করে লেখার বিষয়টি জানতে পেরে আমরা সেখানে যাই। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে।’
উল্লেখ্য, এ বছর ‘বি–২’ উপ ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৫৮ জন।