চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ নিয়ে ঝগড়ার মধ্যে কোদালের আঘাতে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শামসুল আলম (৫৮) মীরেরখিল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেজুর গাছের রস সংগ্রহ নিয়ে শুক্রবার সন্ধ্যার পর মীরেরখীল গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকজন দুই গ্রুপে ভাগ হয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার মধ্যে একজন কোদাল দিয়ে শামসুলের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার মধ্যে হামলায় একজন নিহত হয়েছেন। আমরা এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আরও খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’