চট্টগ্রাম ব্যুরো: কটূক্তির প্রতিবাদ জানিয়ে জন্মশহর চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের পাশে দাঁড়িয়েছেন একদল ভক্ত-শুভার্থী। তারা কটূক্তিকারী নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে তামিমের বাড়ির অদূরে নগরীর কাজির দেউড়ির মোড়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়ান ভক্তরা।
গেল সপ্তাহে ভারতের উগ্রপন্থীদের দাবির মুখে হুট করে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রজমানকে বাদ দেওয়া হয়। এ নিয়ে দেশে প্রতিবাদের ঝড় ওঠে। বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়ে আইপিএল খেলার সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সঙ্গে নিরাপত্তার প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।
প্রতিবাদমুখর পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে তামিম ইকবাল বলেছিলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের প্রায় পুরোটাই আইসিসি নির্ভর, ফলে আইসিসির কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান, ভবিষ্যত সব ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত- এমনটাই বলেছিলেন তামিম।

প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়ানো তামিমের ভক্ত। ছবি: সারাবাংলা
কিন্তু তামিমের এমন মন্তব্যে দেশে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। এর মধ্যেই তামিমকে ‘ভারতের দালাল’ বলে ফেসবুকে পোস্ট দেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। আবারও এই পোস্ট নিয়েও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ অবস্থায় রোববার ‘তামিম ইকবাল ভারতের দালাল নয়, বাংলাদেশের দালাল, লাল-সবুজের পতাকার দালাল’- এমন আরও নানা মন্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে আসেন একদল ক্রিকেট অনুরাগী।
তামিমভক্ত নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওমর কাইয়ুমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, সাংবাদিক ইভান মীর ও ইমরান এমি এবং ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট বাপ্পী দে, সাইফুল্লাহ, শহীদুল ইসলাম, রয়েল পাল, রেজাউল ইসলাম ও সুব্রত আইচ।

চট্টগ্রামে মানববন্ধন। ছবি: সারাবাংলা
মানববন্ধনে তামিম ইকবালের বিরুদ্ধে কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সৌরভ প্রিয় পাল বলেন, ‘তামিমকে বাংলাদেশের মানুষ চিনে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারানোর মাধ্যমে। তামিম ক্রিকেটের পক্ষে কথা বলায় তাকে ভারতের দালাল বলে আখ্যায়িত করা হয়েছে। তামিম বাংলাদেশের দালাল, লাল সবুজের পতাকার দালাল। জাতীয় দলের এই সফল ক্রিকেটার দেশের গর্ব। তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও অসম্মানজনক মন্তব্য জাতির আবেগে আঘাত করেছে। আমাদের দাবি- কটূক্তিকারী নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।’
সাংবাদিক ইমরান এমি বলেন, ‘নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাল্লাহ।’