চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। নিহত ব্যক্তি একজন অটোরিকশাচালক বলে তথ্য পেয়েছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নগরীর বন্দর থানার আনন্দবাজার ময়লার ডিপোর পাশের ড্রেনে লাশটি পাওয়া গেছে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন বস্তাভর্তি লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। আনুমানিক ৪৫ বছর বয়সী ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সারাবাংলাকে বলেন, ‘আমাদের ধারণা, অন্য কোথাও খুন করে লাশ ফেলে যাওয়া হয়েছে। তার পকেটে একটা অটোরিকশার চাবি পাওয়া গেছে। অটোরিকশা চালক বলে আমাদের ধারণা। তবে স্থানীয় লোকজন কেউ তাকে চিনতে পারছে না। আমরা তার পরিচয় উদঘাটনের চেষ্টা করছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’