চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হুজাইফাকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় ঢাকার উদ্দেশে।
হুজাইফার চাচা শওকত আলী সারাবাংলাকে জানান, চমেক হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আহত হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে অভিভাবক হিসেবে শওকতসহ দুই চাচা যাচ্ছেন। এছাড়া, বিজিবির একজন কর্মকর্তা ও চমেক হাসপাতালের একজন প্রতিনিধি তাদের সঙ্গে যাচ্ছেন।
গত রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হন হুজাইফা আফনান (৯)। মাথায় গুলিবিদ্ধ হুজাইফা ওই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
সেদিন বিকেলে হুজাইফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাতে শিশুটির মাথায় অস্ত্রোপচার করেন চমেক হাসপাতালের চিকিৎসকেরা। তবে মাথায় বিদ্ধ গুলি তারা বের করতে পারেননি। এ অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ সারাবাংলাকে বলেন, ‘হুজাইফা এখনও সংকটাপন্ন অবস্থায় আছে। তার মাথায় গুলি রয়ে গেছে। আজ মেডিকেল বোর্ডের বৈঠকে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়েছে। মেডিকেল প্রসিডিউর অনুযায়ী মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।’