Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২ ছেলের নাম ওসমান হাদি-আবরার ফাহাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২১:৩৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২২:৫৪

চট্টগ্রামে একসঙ্গে ৫ সন্তানের জন্ম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: ছয়দিন আগে চট্টগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া একই মায়ের পাঁচ সন্তানের মধ্যে দুই ছেলের নাম রাখা হয়েছে যথাক্রমে শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদ। তাদের বাবা জানিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার শহিদ হাদি ও আবরারের প্রতি সম্মান জানিয়ে তাদের নামে ছেলেদের নাম রেখেছেন।

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপতালে নিবিড় পরিচর্যা শেষে পাঁচ নবজাতককে নিয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাড়ি ফিরেছেন তাদের বাবা-মা। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলায়।

বুধবার (১৪ জানুয়ারি) বাবা ওয়াহিদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ‘আমার দুইটা ছেলে, তিনটা মেয়ে। এখন তারা ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলের মধ্যে বড়টার নাম রেখেছি শরিফ ওসমান হাদি। ছোট ছেলের নাম রেখেছি আবরার ফাহাদ। ওসমান হাদি আমাদের জুলাইযোদ্ধা। আমরা চট্টগ্রামে ছিলাম, উনি ঢাকায় করেছেন। উনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, এ কারণে উনাকে শহিদ করা হয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি আমার ছেলেকে ওসমান হাদির মতো করে গড়ে তুলতে চাই।’

বিজ্ঞাপন

‘আবরার ফাহাদ ২০১৮ সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহিদ হয়েছেন। এজন্য ছোট ছেলেটার নাম রেখেছি আবরার ফাহাদ।’

১০ বছর নিঃসন্তান থাকার পর গত ৮ জানুয়ারি ওয়াহিদুল হক সুমন ও এনি আক্তার দম্পতির কোলজুড়ে আসে পাঁচ সন্তান। প্রথমে পাঁচ নবজাতকের অবস্থা সংকটাপন্ন ছিল। তবে একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যার সুস্থ হয়েছেন তারা।

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল
১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর