চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রশস্ত্রসহ তার দুই ভাইকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই ভাই দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত।
শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়।
গ্রেফতার দুজন হলেন- মো. সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তাদের বাবা মৃত আবুল বশর আওয়ামী লীগের নেতা এবং সারোয়াতলী ইউনিয়নের টানা তিন দফায় চেয়ারম্যান ছিলেন। তাদের বড় ভাই বেলাল হোসেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি। গত বছরের ১৫ ফেব্রুয়ারি বেলালকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।
মাঠে দায়িত্বরত সেনাবাহিনীর বোয়ালখালী ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান জানিয়েছেন, অভিযানে তাদের কাছ থেকে চারটি বিদেশি শটগান, দুইটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রুমির বিরুদ্ধে ছয়টি ও বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা আছে।
তিনি বলেন, ‘রাতে অভিযানের জন্য আমরা (সেনাসদস্য) চেয়ারম্যানের বাড়িতে গেলে দুই ভাই পুকুরে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। তবে আমরা তাদের ধরতে সক্ষম হই। এরপর তাদের দেওয়া তথ্যে পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে ও নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।’
গ্রেফতার রুমি ও বাপ্পীকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর রাসেল।