চট্টগ্রাম ব্যুরো: পুরনো বৈষম্য নাকি নতুন ন্যায়ভিত্তিক ব্যবস্থা- কোন পথে যাবে তরুণ সমাজ, এ সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। নগরীর টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘শিক্ষাজীবন শেষ করে গ্র্যাজুয়েটরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। পারিবারিক পরিসর থেকে বের হয়ে তারা কর্মজীবনের বৃহৎ পরিসরে যুক্ত হন। কেউ সরকারি চাকরিজীবী হিসেবে, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে, কেউ উদ্যোক্তা কিংবা গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাও কর্মক্ষেত্রে প্রবেশের জন্য এগিয়ে গেলেন। কিন্তু কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় আমাদের মনে রাখতে হবে, ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্যতা, যুক্তি ও নৈতিকতার ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া জরুরি।’
জাতীয় পর্যায়েও বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি সমাবর্তী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কোন পথে আমরা যাব ? পুরোনো বৈষম্য ও সংকটের পথে, নাকি নতুন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার পথে— এ সিদ্ধান্ত আমাদের নিতে হবে।’
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিআইইউর ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, আইন, এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের ১২১ জন শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৭ জন শিক্ষার্থীসহ বিভিন্ন অনুষদের মোট ১৬৮ জন শিক্ষার্থীকে এবার শিক্ষা সমাপনী সনদ দেওয়া হয়েছে।